Legal Aid
- সরকারি আইন সহায়তা কার্যক্রম
- সরকারি আইন সহায়তা কার্যক্রম সংক্রান্ত আইনসমূহ
- আইনগত সহায়তা যারা পাবেন
- জেলা লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবাসমূহ
- জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে সকল মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়
- সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবাসমূহ
- সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে যে ধরনের মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়
- সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন নম্বর
- যোগাযোগের ঠিকানা
- ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ
তথ্য সূত্রঃ জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটঃ
http://www.nlaso.gov.bd/
সরকারি আইন সহায়তা কার্যক্রম
দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ নামে একটি আইন প্রণয়ন করে। এ আইনের আওতায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে এবং এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে একটি করে জেলা কমিটি গঠন করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে।
সরকারি আইন সহায়তা কার্যক্রম সংক্রান্ত আইনসমূহ
১) আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০
২) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী ইত্যাদি) প্রবিধানমালা, ২০১১
৩) আইনগত সহায়তা প্রদান নীতিমালা ২০১৪
৪) আইনগত সহায়তা প্রদান (আইনী পরামর্শ ও বিকল্প বিরোধ নিষ্পত্তি) বিধিমালা, ২০১৫
৫) আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫
৬) চৌকি আদালতের বিশেষ কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী, ইত্যাদি প্রবিধানমালা, ২০১৬
৭) শ্রম আদালতের বিশেষ কমিটি গঠন, দায়িত্ব, কার্যাবলী, ইত্যাদি প্রবিধানমালা, ২০১৬
আইনগত সহায়তা যারা পাবেন
আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪ এর ২ নং বিধান অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগন আইনগত সহায়তা পাবেনঃ
- যেকোনো অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক গড় আয়
- সুপ্রীমকোর্টে আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রের ১,৫০,০০০/- উর্দ্ধে নয়
- অন্যান্য আদালতের ক্ষেত্রে ১,০০,০০০/- টাকার উর্দ্ধে নয়;
- মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ১,৫০০,০০০/- উর্দ্ধে নয় এবং
- শ্রমিকের ক্ষেত্রে ১,০০,০০০/- উর্দ্ধে নয়;
- কর্মে অক্ষম, আংশিক কর্মক্ষম, কর্মহীন কোন ব্যক্তি;
- যেকোন শিশু;
- মানব পাচারের শিকার যেকোনো ব্যক্তি;
- শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার যেকোনো নারী ও শিশু;
- নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে;
- ক্ষুদ্র জাতিসত্তা নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের যেকোনো ব্যক্তি;
- বয়স্ক ভাতা পাচ্ছে এমন যেকোনো ব্যক্তি;
- পারিবারিক সহিংসতার শিকার বা এরূপ ঝুঁকিতে আছেন যেকোন সংক্ষুদ্ধ ব্যক্তি;
- ভিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা;
- দুর্বত্ত দ্বারা এসিডদগ্ধ নারী বা শিশু;
- আদর্শগ্রামে গৃহ/ভূমি বরাদ্দ প্রাপক;
- অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা এবং দুঃস্থ মহিলা;
- যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি;
- বিনা বিচারে আটককৃত অসচ্ছল ব্যক্তি;
- আদালত কর্তৃক বিবেচিত আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল ব্যক্তি;
- জেল কর্তৃপক্ষ কর্তৃক বিবেচিত বা সুপারিশকৃত অসহায় বা অসচ্ছল ব্যক্তি;
- আ্ইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা কর্তৃক চিহ্নিত ব্যক্তি;
জেলা লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবাসমূহ
- আইনগত পরামর্শ প্রদান;
- মামলা করার পূর্বে বিরোধ নিষ্পত্তি করা (প্রি-কেইস মেডিয়েশন);
- চলমান মামলা রেফার করার ভিত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি করা (পোস্ট কেইস মেডিয়েশন)
- বিনামূল্যে ওকালতনামা সরবরাহ;
- মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ;
- আইনজীবীর ফি পরিশোধ;
- প্রকৃত কোর্ট ফি প্রদান; (এ্যাডভোলোরেম কোর্ট ফি ব্যতীত)
- মধ্যস্থতাকারী বা সালিশকারীর সম্মানী পরিশোধ;
- বিনামূল্যে রায় কিংবা আদেশের নকল সরবরাহ;
- ডিএনএ টেস্টের যাবতীয় ব্যয় পরিশোধ;
- ফৌজদারী মামলায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যয় পরিশোধ;
- মামলার সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রবিধানমালায় নির্ধারিত প্রাসঙ্গিক সকল ব্যয় পরিশোধ;
জেলা লিগ্যাল এইড অফিস থেকে যেসব মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়
- ফৌজদারি মামলাঃ
- শারীরিক নির্যাতন
- যৌতুক দাবী বা যৌতুকের জন্য নির্যাতন
- এসিড নিক্ষেপ
- পাচার
- অপহরণ
- ধর্ষণ
- আইন শৃঙ্খলা বাহিনী কতৃর্ক আটক বা গ্রেফতার
- আইন দ্বারা নির্ধারিত ফৌজদারী মামলাসমূহ
- দেওয়ানি মামলা
- স্ত্রীর বিনা অনুমতিতে স্বামীর বিয়ে
- সন্তানের অভিভাবকত্ব
- ভরণপোষণ ও দেনমোহর আদায়
- বিবাহ বিচ্ছেদ
- দলিল বাতিল
- স্থায়ী নিষেধাজ্ঞা
- সম্পত্তি বন্টন বা বাটোয়ারা
- ঘোষণামূলক মামলা
- চুক্তি সংক্রান্ত মামলা
- সুনির্দিষ্ট কোর্ট ফি নির্ধারিত দেওয়ানী মামলাসমূহ
সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস প্রদত্ত সেবাসমূহ
- আইনগত পরামর্শ প্রদান;
- মামলা দায়ের ও পরিচালনা;
- মামলার গুণাগুণ বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান;
- প্রবিধানমালার বিধান অনুসারে মামলার আনুষঙ্গিক ব্যয় বহন।
সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে যে ধরনের মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়
- ফৌজদারী আপীল
- দেওয়ানী আপীল
- ফৌজদারী রিভিশন
- দেওয়ানী রিভিশন
- জেল আপীল
- রীট পিটিশন (সীমিত)
- লিভ-টু-আপীল
সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন নম্বর- ১৬৪৩০
যোগাযোগের ঠিকানা:
- জেলা লিগ্যাল এইড অফিস
জেলা জজ আদালত ভবন (সকল)
- সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
- শ্রমিক আইন সহায়তা সেল
শ্রম আদালত ভবন, ঢাকা ও চট্টগ্রাম
ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগঃ
www.nlaso.gov.bd.com
www.facebook.com/bdnlaso
You-tube: National Legal Aid Services Organization